Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৮ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০০

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ওষুধাবাহী কার্ভাডভ্যানের মুখামুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

দুই গাড়ির সংঘর্ষে দুই চালক এবং বাসের এক নারী যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। ১১ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেলেও হতাহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয়দের বরাতে মাহবুবুল আলম বলেন, বৃহস্পতিবার সকালে চকরিয়ার হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনে চট্টগ্রামমুখি ঈগল পরিবহন সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা স্কয়ার কোম্পানির ওষুধবাহী কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের খাদে পড়ে যায়। গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মরদেহ চিরিঙ্গা হাইওয়ে থানায় রয়েছে বলে জানান চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া।

সারাবাংলা/আইই

কক্সবাজার টপ নিউজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর