Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বব্যাংকে থাকছেন না আহমদ কায়কাউস

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৪ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০১

ঢাকা: মেয়াদ পূরণ হতে বাকি এখনও প্রায় দুই বছর। তার আগেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ের বিকল্প নির্বাহী পরিচালক আহমদ কায়কাউসের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সরকার।

বুধবার (৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

তবে কী কারণে এই চুক্তি বাতিল করা হয়েছে, তা বলা হয়নি প্রজ্ঞাপনে।

২০২২ সালের ৭ ডিসেম্বরে তিন বছরের জন্য বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন আহমদ কায়কাউস। এই হিসাবে ৩৬ মাসের মধ্যে তিনি দায়িত্ব পালন করলেন ১৩ মাস।

আহমদ কায়কাউস ১৯৮৬ সালের ২১ জানুয়ারি ৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে প্রশাসন ক্যাডারে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০১৯ সালের ডিসেম্বরে তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান। মেয়াদ শেষে তিনি বিশ্বব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ পান।

সারাবাংলা/এনইউ

আহমদ কায়কাউস চুক্তি টপ নিউজ বাতিল বিশ্বব্যাংক সরকার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর