Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনদুর্ভোগ: চিটাগং ক্লাবকে জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১৩ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৪ ০০:২৯

সড়কে পাশের ড্রেন উপচে পড়ছে চিটাগং ক্লাবের বর্জ্যের নোংরা ময়লাযুক্ত পানি। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: জনদুর্ভোগ তৈরির দায়ে অভিজাতদের সামাজিক সংগঠন চিটাগং ক্লাব লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিশেষ ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জরিমানা করেন।

ব্রিটিশ শাসনামলে ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত চিটাগং ক্লাব দক্ষিণ এশিয়ার প্রাচীনতম অভিজাত সামাজিক সংগঠন হিসেবে বিবেচিত। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের অদূরে শহীদ সাইফুদ্দিন খালেদ সড়কে এর অবস্থান।

চসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চিটাগং ক্লাব থেকে বর্জ্যের নোংরা ময়লাযুক্ত পানি সরাসরি ফেলা হচ্ছে সড়কের পাশে ড্রেনে। ড্রেন উপচে সেই বর্জ্য এসে পড়ছিল সড়কে। এতে জনসাধারণের চলাচলে মারাত্মক ভোগান্তি হয়। এ ছাড়া বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ দূষণ হচ্ছিল।

জানতে পেরে চসিক ম্যাজিস্ট্রেট সরেজমিনে গিয়ে জনদুর্ভোগ তৈরির প্রমাণ পান। এরপর চিটাগং ক্লাব লিমিটেডকে ৫০ হাজার টাকার জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

সারাবাংলা/আরডি/টিআর

চসিক চিটাগং ক্লাব জরিমানা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর