মিয়ানমারে যুদ্ধ: টেকনাফ থেকে জাহাজ যাবে না সেন্টমার্টিনে
৭ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩১ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৪৯
কক্সবাজার: মিয়ানমারে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে অনির্দিষ্টকালের জন্য জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে পর্যটকরা টেকনাফ থেকে জাহাজে চড়ে সেন্টমার্টিন দ্বীপে যেতে পারবেন না।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার জেলা প্রশাসন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল করবে। এরপর শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য আর সেন্টমার্টিনে জাহাজ যাবে না টেকনাফ থেকে।
বুধবার রাতে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এ সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যায় জেলা প্রশাসনের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- সীমান্তে আহত আরও ৫, রোহিঙ্গা বোঝাই নৌকা প্রতিহত
ইউএনও আদনান চৌধুরী বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উদ্ভূত অস্থির পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনসহ সীমান্তসংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাধারণ মানুষসহ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ১০ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী সব জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের এ নির্দেশনা সম্পর্কে ব্যবস্থা নিতে অবহিত করা হয়েছে বলেও জানান ইউএনও।
প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন, মিয়ানমারে চলমান যুদ্ধ পরিস্থিতিতে তুমব্রু ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। পাশাপাশি নাফ নদীর জলসীমাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে যাওয়ার যে নৌরুট, সেটিও ওই ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যেই পড়ে। এ কারণেই এই রুটের জাহাজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
এদিকে জেলা প্রশাসনের এক বার্তায় বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে ১০ ফেব্রুয়ারি থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে সব জাহাজ চলাচল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে সেন্টমার্টিনে চলাচলকারী জাহাজ চলাচল অব্যাহত থাকবে। পরবর্তী ব্যবস্থা সম্পর্কে সরকারের নির্দেশনা অনুযায়ী সবাইকে অবগত করা হবে।
এর আগে বুধবার দুপুরে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক সীমান্ত এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। ওই সময়ই তিনি জানান, টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকদের নিরাপত্তার বিষয়ে সীমান্ত পরিস্থিতি পর্যালাচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন-
- মিয়ানমারে আরও ২টি সেনা চৌকি বিদ্রোহীদের দখলে
- সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে: বিজিবি মহাপরিচালক
- বিদ্রোহীদের সঙ্গে পারছে না জান্তা, হারাচ্ছে একের পর এক ঘাঁটি
- মিয়ানমারে আরও ২ ব্যাটালিয়েনের সদর দফতর বিদ্রোহীদের দখলে
- পালিয়ে এলো আরও ৬৩ বিজিপি সদস্য, আশ্রয়প্রার্থীর সংখ্যা বেড়ে ৩২৭
সারাবাংলা/টিআর
কক্সবাজার জাহাজ চলাচল টপ নিউজ টেকনাফ-সেন্টমার্টিন মিয়ানমারে যুদ্ধ সেন্টমার্টিন