Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে কাঁকড়া ধরতে গিয়ে ২০ জেলে আটক

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৪

বাগেরহাট: নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে অবৈধভাবে প্রবেশ করে কাঁকড়া ধরার সময় ২০ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে পশুর নদীতে অভিযান চালিয়ে পূর্ব সুন্দরবনের ঢাংমারী স্টেশনের বনরক্ষীরা তাদের আটক করে। এসময় কাঁকড়া ধরার কাজে ব্যবহৃত ১১টি নৌকাসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—সোহাগ খান, মামুন ফকির, কৃষ্ণ মণ্ডল, নুর সাদেক, শহীদ শেখ, হরমুজ মুছল্লি, সুজন গাজী, আবদুল্লা শেখ, ছেলে রবিউল শেখ, মোকলেস শেখ, সাইফুল ফকির, হাসান শেখ, মো. বোরহান, মো. শাহদত, জসিম মল্লিক, ছয়ফুল্লা মল্লিক, জোবায়ের সরদার, সবুজ শেখ, হোসেন গাজী ও ইয়াসিন গাজী।

বিজ্ঞাপন

তাদের সবার বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নে ও রামপাল উপজেলার কাটা খাল এলাকার বিভিন্ন গ্রামে।

ঢাংমারী স্টেশন কর্মকর্তা মো. মহসিন আলী জানান, কাঁকড়ার প্রজনন মৌসুম চলছে। তাই ১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি এ দুই মাস কাঁকড়া ধরা বা কোনো জলযান দিয়ে পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বনবিভাগ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন কয়েকটি এলাকার লোকজন অবৈধভাবে বনে প্রবেশ করে কাঁকড়া শিকার করছিল। গোপনে খবর পেয়ে পশুর নদী সংলগ্ন রেখামারি খাল থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছে কাঁকড়া ধরার ফাঁদ, কুইচা (কাঁকড়ার খাবার) ও ক্যারেটসহ বিভিন্ন সরঞ্জাম ও ১১টি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দেওয়া হবে বলে জানান তিনি।

সারাবাংলা/আইই

কাঁকড়া

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর