মাওলানা সা’দ ইজতেমায় আসতে না পারলে যেকোনো পরিস্থিতির দায় সরকারের
৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০০ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪২
গাজীপুর: বিশ্ব ইজতেমায় ভারতের মাওলানা সা’দ কান্ধলভকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আনার দাবি জানিয়েছে সাধারণ মুসল্লি পরিষদ বাংলাদেশ নামে একটি সংগঠন। মাওলানা সা’দকে ইজতেমায় আসতে না পারলে যেকোনো ভয়াবহ পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে বলেও সতর্ক করেন সংগঠনটির নেতারা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে মুসল্লি পরিষদ বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক মাওলানা মুফতি মুয়াজ বিন নূর এই দাবি জানান। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর পশ্চিম অংশে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মুফতি মুয়াজ বিন নূর বলেন, ‘২০২৩ সালের ১৫ নভেম্বর বিশ্ব ইজতেমার প্রস্তুতি সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন ৫৭তম বিশ্ব ইজতেমায় মাওলানা সা’দ কান্ধলভিকে বাংলাদেশে আনার অনুমতি দেবেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না এলেও তিনি সাবেক মন্ত্রী হয়ে মাওলানা সা’দকে বাংলাদেশে আসার ব্যবস্থা করবেন। কিন্তু তিনি কথা রাখেননি।’
তিনি বলেন, ‘প্রথম ধাপে আড়াই হাজার বিদেশি মেহমান ইজতেমায় এসেছেন। দ্বিতীয় ধাপে আরও ১০ হাজার বিদেশি মেহমান বাংলাদেশে আসতে প্রস্তুত রয়েছেন। মাওলানা সা’দের আসার বিষয়টি নিশ্চিত হলে দ্বিতীয় ধাপের ইজতেমায় বিদেশি মেহমানরা আসবেন। দেওবন্দের প্রধান মাওলানা আরশাদ মাদানী বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। মাওলানা আরশাদ আমাদের জানিয়েছেন, মাওলানা সা’দের সঙ্গে দেওবন্দের কোনো বিরোধ নেই। আমাদের হেফাজতের তকমা লাগিয়ে প্রথম ধাপে ইজতেমা করতে দেওয়া হচ্ছে না।’
মুফতি নূর আরও বলেন, ‘তাই আগামী ইজতেমায় প্রথম ধাপে আমাদের ইজতেমা করার অনুমতি এবং আজ সন্ধ্যা ৭টার মধ্যে মাওলানা সা’দকে বাংলাদেশের ভিসা প্রদান করার দাবি জানাচ্ছি। আমাদের দাবি না মানা হলে সাধারণ মুসল্লি পরিষদ বাংলাদেশ ও বিক্ষুব্ধ মুসল্লিরা যেকোনো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করলে সরকারকে তার দায় নিতে হবে।’
ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি (সা’দপন্থী) মোহাম্মদ আব্দুস সালাম বলেন, সাধারণ মুসল্লি পরিষদ বাংলাদেশের নেতাকর্মীরা আজ ইজতেমা ময়দানের উত্তর পশ্চিম অংশে সড়কের পাশে সংবাদ সম্মেলন করেছে। আমাদের দাবি মাওলানা সা’দ কান্ধলভি এবারের ইজতেমায় অংশ নিতে পারে সরকার যেন তার ব্যবস্থা নেয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— মুফতি আজিম উদ্দিন, মুফতি মিজানুর রহমান, মুফতি আরিফ হোসেন, মাওলানা আনাস, সৈয়দ মাসুম, আতাউর রহমান ও আতাউল্লাহ প্রমুখ।
সারাবাংলা/টিকে/এনএস
বিশ্ব ইজতেমা মাওলানা সা’দ কান্ধলভ সাধারণ মুসল্লি পরিষদ বাংলাদেশ