Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে নির্বাচনের আগের দিন জোড়া বিস্ফোরণ, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪০ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০১

পাকিস্তানের বেলুচিস্তানে নির্বাচনি কার্যালয়ের বাইরে জোড়া বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পিশিন নামক অঞ্চলের স্বতন্ত্র প্রার্থী আসফান্দিয়ার কাকারের নির্বাচনি অফিসের বাইরে প্রথম বিস্ফোরণ হয়। পিশিনের জেলা প্রশাসক জুম্মা দাদ খান জানিয়েছেন, প্রথম বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।

এর কিছুক্ষণ পরেই কিলা সাইফুল্লাহে দ্বিতীয় বিস্ফোরণের খবর পাওয়া যায়। শহরের ডেপুটি কমিশনার ইয়াসির বাজাই ডন ডটকমকে বলেন, জেইউআই-এফ-এর নির্বাচনি অফিসের বাইরে বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন।

আগামীকাল ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের দিন। এদিন সকাল ৮টা থেকে শুরু হবে ভোট। এর একদিন আগে এমন বিস্ফোরণের খবর পাওয়া গেল।

বেলুচিস্তানের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী জান আচাকজাই সংবাদমাধ্যমে বলেন, পিশিনে বিস্ফোরণটি একটি মোটরসাইকেলের সঙ্গে সংযুক্ত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে ঘটানো হয়েছিল।

এখনও কোনো গোষ্ঠী এসব বোমা হামলার দায় স্বীকার করেনি।

সারাবাংলা/আইই

পাকিস্তান বেলুচিস্তান

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর