আর্জেন্টিনা সমর্থক শহিদুলের উদযাপন কেন রোনালদোর মতো?
৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৭ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৪ ১২:০৮
আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিলেন তিনি। ডোপিং টেস্টে পজিটিভ হওয়ায় ১০ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পেসার শহিদুল ইসলাম। নিষেধাজ্ঞা কাটিয়ে এবারের বিপিএলে খেলায় ফিরেছেন। ফরচুন বরিশালের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট পাওয়া চট্টগ্রামের শহিদুল হয়েছেন ম্যাচসেরাও। উইকেট পাওয়ার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো উদযাপন করা শহিদুল ম্যাচ শেষে বলছেন, আর্জেন্টিনা সমর্থক হলেও রোনালদোকেই বেশি পছন্দ তার।
আগের তিন ম্যাচে উইকেটশুন্য ছিলেন তিনি। তবে বরিশালের বিপক্ষে দারুণভাবে ফিরে এসেছেন শহিদুল। ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। তামিমের উইকেট পাওয়ার পর রোনালদোর সেই বিখ্যাত ‘সিউউ’ উদযাপন করে সবার নজর কাড়েন তিনি। ম্যাচ শেষে শহিদুল অবশ্য জানালেন, তিনি আর্জেন্টিনা সমর্থক, ‘রোনালদোকে ভালো লাগে, মেসিকেও ভালো লাগে। তবে হার্ড ওয়ার্কিংয়ের জন্য রোনালদোকে বেশি ভালো লাগে। তবে আমি কিন্তু আর্জেন্টিনা সমর্থক!’
রোনালদোর উদযাপনটা ভবিষ্যতে আরও অনুশীলন করার কথা জানালেন শহিদুল, ‘আগের তিন ম্যাচে উইকেট পাইনি। এই ম্যাচে তাই পরিকল্পনা ছিল যদি উইকেট পাই তাহলে সিআর সেভেনের উদযাপনটা করবো। চেষ্টা করেছি ওরকম করার। আমার মনে হয় পুরোপুরি ভালো হয়নি, আরও অনুশীলন করতে হবে। মেসির উদযাপনটা মনে নেই!’
নিষেধাজ্ঞার বাজে সময়টা পার করে সামনের দিকে এগিয়ে যেতে চান শহিদুল, ‘আসলে ওইদিকে আর যেতে চাইছি না। সবাই দোয়া করবেন যেন এখান থেকে ভালোভাবে এগিয়ে যেতে পারি।’
সারাবাংলা/এফএম