Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাওলায় ট্রেনের ধাক্কায় তরুণ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৩৬ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৪৪

ঢাকা: রাজধানীর কাওলা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক তরুণ নিহত হয়েছেন। আনুমানিক ২৮ বছর বয়সী ওই তরুণের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর কাওলা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই তরুণকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপরিদর্শক (এএসআই) সানুমং মারমা বলেন, বিমানবন্দর পেরিয়ে কাওলা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ওই তরুণ আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএসআই সানুমং মারমা বলেন, নিহত তরুণের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/টিআর

ট্রেনের ধাক্কা তরুণ নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর