১০ বছরের শিশুকে পিষে মারল ট্রাক
৬ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৪ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৭
গাইবান্ধা: বাবা মোটরসাইকেল মেকানিক। বাড়ি থেকে সেই বাবার কাছেই যাচ্ছিল ১০ বছরের শিশু ফাইসা খাতুন। কিন্তু বাবার কাছে আর যেতে পারেনি ফাইসা। মহাসড়ক পার হওয়ার সময় বালুবাহী এক ট্রাক তাকে পিষে মেরেছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর ওভারব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। ফাইসা উপজেলার কোমরপুর দরবস্ত এলাকার মোটরসাইকেল মেকানিক ফাত্তা মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, ফাইসা বাড়ি থেকে বাবার মোটরসাইকেলের গ্যারেজের দিকে যাচ্ছিল। রাস্তা পারাপারের সময় পলাশবাড়ীমুখী একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেলে যানজট দেখা দেয়। পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/টিআর