Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরপত্র হারিয়ে বিভাগীয় শাস্তি পেলেন কুবি শিক্ষক

কুবি করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৬ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩০

সাদিয়া জাহান

কুবি: শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র হারানোর দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া জাহানকে পরীক্ষা সংক্রান্ত সব কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফার্মেসি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের সঙ্গে ২০১৭-২০১৮ শিক্ষার্থীদের ফার্মাসিউটিক্যাল অর্গানিক কেমিস্ট্রি-২ (কোর্স কোড: ফার্মা-২২০২) কোর্সের মানোন্নয়ন পরীক্ষার তিনটি উত্তরপত্র হারানোর অভিযোগ ওঠে ওই বিভাগের সহকারী অধ্যাপক সাদিয়া জাহানের বিরুদ্ধে। পরবর্তে সময়ে এ বিষয়ে সিদ্ধান্তের জন্য একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটি ঘটনার সত্যতা পায়।

পরে তদন্ত কমিটির প্রতিবেদন অনুসারে, ৮৯তম সিন্ডিকেট সভায় সাদিয়া জাহানকে দুই বছরের জন্য পরীক্ষা সংক্রান্ত সব কাজ থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে তিনি ছুটিতে থাকায় এই নির্দেশ ছুটি শেষে কর্মক্ষেত্রে যোগদানের দিন থেকে পরবর্তী প্রথম দুই বছরের জন্য কার্যকর হবে।

এ ছাড়া একই সভায় সিদ্ধান্ত হয়, যাদের খাতা হারানো গেছে তাদের অন্যান্য কোর্সের পরীক্ষায় প্রাপ্ত নম্বর গড় করে মানোন্নয়ন পরীক্ষার নম্বর প্রদান করা হবে।

এর আগে রসায়ন বিভাগের অধ্যাপক ড. একেএম রায়হান উদ্দিনকে আহ্বায়ক, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক ও পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ নুরুল করিম চৌধুরীকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সাদিয়া জাহান উপাচার্যপন্থি শিক্ষক হওয়ায় তদন্ত চলাকালীন সময়ে তড়িঘড়ি করে তাকে শিক্ষাছুটির অনাপত্তিপত্র দেওয়া হয়।

সারাবাংলা/এনইউ

উত্তরপত্র কুবি টপ নিউজ বিভাগীয় শাস্তি শিক্ষক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর