Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমাম-মোয়াজ্জিনের সম্মানজনক ভাতার দাবি সংসদে

স্পেশাল করসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৮

ঢাকা: দেশের সব ইমাম-মোয়জ্জিন ও খতিবের জন্য সন্মানজনক বেতন ভাতার দাবি জানানো হয়েছে সংসদে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে ৭১ বিধিতে ধর্মমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের কাছে মসজিদ একটি পবিত্র স্থান এবং ইমাম-মোয়াজ্জিন ও খতিবরা অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার পাত্র। তারা শুধু জীবিকার তাগিদেই দায়িত্ব পালন করেন না, দ্বীন ইসলামের পবিত্র দায়িত্ব মনে করেন। বাংলাদেশের আলেমদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ দেশের প্রায় তিন লক্ষাধিক মসজিদে ইমাম, মোয়াজ্জিম ও খতিবের মতো সম্মানজনক পেশার সঙ্গে সম্পৃক্ত। কিন্তু সরকারিভাবে তাদের কোনো সম্মানী বা বেতন না থাকায় স্থানীয়ভাবে সংগৃহীত সামান্য সম্মানী সুযোগ-সুবিধা নিয়ে তাদের জীবন ধারণ করতে হচ্ছে।

বিজ্ঞাপন

এতে তারা প্রতিনিয়ত অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। দেশে জীবনযাত্রার মানবৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যাপক হারে বেড়েছে দ্রব্যমূল্য। জীবনযাত্রার ব্যয় বাড়লেও সরকারিভাবে তাদের জন্য কোনো বেতর-ভাতা ও সম্মানীর ব্যবস্থা নেই। স্থানীয়ভাবে দেওয়া সম্মানীর পরিমাণও একেবারে সামান্য।’

তিনি আরেও বলেন, ‘এই দেশের বেশিরভাগ মসিজদ পরিচালনার জন্য কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় মসজিদসমূহ অনেক ক্ষেত্রেই পরিচালিত হচ্ছে পরিচালনা কমিটির খেয়াল খুশি মতো। আমাদের দেশের বেশিরভাগ মসজিদ কমিটি মসজিদের অবকাঠামোগত উন্নয়নকে যতটা গুরুত্ব দেয়, ইমাম-মোয়াজ্জিনের বেতনের বিষয়ে ঠিক ততটাই উদাসীন। এমন বাস্তবাতায় দেশের সব ইমাম-মোয়জ্জিম ও খতিবকে সম্মানজনক সম্মানী প্রদানের ব্যবস্থা নিতে মাননাীয় ধর্ম বিষয়ক মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/একে

ইমাম জাতীয় সংসদ টপ নিউজ মোয়াজ্জিন সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর