ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪০
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কের পাইকপাড়া ঠাকুরটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রামগতি গ্রামের শাহ জালালের ছেলে মোটরসাইকেল চালক শুভ (২০) ও মুন্নাফ শেখের ছেলে স্বপন শেখ (২০)।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সয়দাবাদের দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুজন আরোহী শহরের দিকে যাচ্ছিলেন। এসময় তারা শহর থেকে সয়দাবাদমুখী একটি ট্রাকের নিচে চাপা পড়েন।
পরে তাদের উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এঘটনায় ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত দুইজনের মরদেহ হাসপাতালে আছে।
এ ব্যাপারে কথা বলার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের একাধিক চিকিৎসককে মোবাইলে কল করা হলেও তারা রিসিভ করেননি। আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) মুঠোফোনে কল করেও পাওয়া যায়নি।
সারাবাংলা/এনইউ