মিয়ানমারে আরও ২ ব্যাটালিয়েনের সদর দফতর বিদ্রোহীদের দখলে
৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩১ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩২
মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক ইউ ও কিয়াকতাও শহরে অবস্থিত জান্তা বাহিনীর আরও দুটি ব্যাটালিয়নের সদর দফতর দখল করেছে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ)। খবর দ্য ইরাবতি।
আরাকান আর্মি জানিয়েছে, ঐতিহাসিক ম্রাউক ইউ’ রাজ্যে বেশ কয়েকদিনের লড়াইয়ের পর গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন (এলআইবি)-৩৭৮’র সদর দফতর দখল করা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার এলআইবি-৫৪০’র সদরদফতর দখল এবং এর পাশের এলআইবি-৩৭৭ ঘাঁটিতে হামলা চালায় আরাকান আর্মি। তারা আরও জানায়, জান্তা বাহিনীর তিনটি ব্যাটালিয়ন ম্রাউক ইউ রাজ্যের ঐতিহাসিক রাজধানী ম্রাউক ইউ’য়ের প্রত্নতাত্ত্বিক যাদুঘর, শহরের আবাসিক এলাকা এবং আশেপাশের গ্রামগুলোতে গোলাবর্ষণ করছে।
গত ২ ফেব্রুয়ারি কিউকতাও শহরের জান্তা বাহিনীর এলআইবি-৩৭৬’র সদর দফতর দখল করেছে। এছাড়া মিনবিয়া, কিউকতাও এবং ম্রাউক ইউ শহরের অন্যান্য জান্তা ঘাঁটিগুলো বিদ্রোহীদের আক্রমণের মুখে রয়েছে বলে জানিয়েছে আরাকান আর্মি।
সারাবাংলা/এনএস