Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা, ৪ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৭

মিয়ানমারের কারেনি (কায়া) রাজ্যের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা সরকারের সামরিক বাহিনী। এ হামলায় অন্তত চারজন শিশু নিহত এবং ১০ জনের অধিক আহত হয়েছে। গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজ্যের ডেমোসো নামক শহরের একটি স্কুলে এই হামলা চালানো হয়। খবর দ্য ইরাবতি।

ডেমোসোর একজন স্বেচ্ছাসেবকের বরাত দিয়ে ওই প্রতিবদনে বলা হয়, সকাল ১০টার দিকে ডাউসি গ্রামের স্কুলে দুটি যুদ্ধবিমান দুটি বোমা ফেলে এবং মেশিনগান দিয়ে গোলাবর্ষণ করে।

বিজ্ঞাপন

ওই স্বেচ্ছাসেবক বলেন, এই এলাকায় জান্তা বাহিনী ও প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা না হওয়া সত্ত্বেও এই হামলা চালানো হয়েছে।

ডেমোসো শহর থেকে প্রায় ১০ মাইল পশ্চিমে ডাউসি গ্রাম। কারেনি রাজ্যের রাজধানী লোইকাও যাওয়ার পথেই শহরটি অবস্থিত। যা এখন আংশিকভাবে কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (কেএনডিএফ) নিয়ন্ত্রণে রয়েছে।

স্বেচ্ছাসেক আরও বলেন, ‘স্কুলটিতে কিন্ডারগার্টেন থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। জান্তা বিমান হামলা এবং গোলাগুলি থেকে রক্ষা করার জন্য স্কুল চত্ত্বরে বোমা মজুদের জায়গা দেওয়া হয়। কিন্তু হঠাৎ করেই হামলার ঘটনা ঘটে। ফলে শিশুদের বাঁচানোর সময় পাওয়া যায়নি। বোমা হামলায় বিদ্যালয়ের ৯০ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। হামলায় আহত অনেক শিশুর অবস্থা গুরুতর।’

কারেনি আর্মির মুখপাত্র কো হপোন নাইং ইরাবতিকে বলেন, যুদ্ধো বিমানগুলো পুরো সকালে গ্রামের উপর দিয়ে উড়েছিল এবং স্কুলে বোমা ফেলেছিল। এতে ঘটনাস্থলেই তিনজন শিশু নিহত হয়েছিল এবং আরও অনেককে আহত হয়েছে। তবে হতাহতের সঠিক পরিসংখ্যান দেওয়া কঠিন।’

বিজ্ঞাপন

কারেনি হিউম্যান রাইটস গ্রুপের তথ্যমতে, গত বছর কারেনি রাজ্যে ১৬০টিরও বেশি স্থল অভিযান এবং ৭৬টি বিমান হামলা চালায় দেশটির জান্তা সরকার। এতে ১৮০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত এবং ১৪০ জনের মতো আহত হয়েছেন।

সারাবাংলা/এনএস

টপ নিউজ মিয়ানমার

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর