Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করব’

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৮ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪২

ঢাকা: মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ ইস্যু নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতিসংঘ আছে, আমরা তাদের দৃষ্টিও আকর্ষণ করব। সবারই তো একটা ফোরাম আছে, সে ফোরামটা জাতিসংঘ। সেই ফোরামে অবশ্যই আমরা আমাদের উদ্বেগের বিষয়টা জানাব। জাতিসংঘ যখন আছে, জাতিসংঘের এখানে একটা ভূমিকা থাকবে।’

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সংরক্ষিত মহিলা আসনের ফরম মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘সেন্টমার্টিন, বঙ্গোপসাগর; এ নিয়ে ভূরাজনৈতিক খেলা থাকলেও এখন যা চলছে- আমরা মনে করছি এটা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। তাদের ৫৪টার মত এথনিক কমিউনিটি আছে। এথনিক কমিউনিটিগুলো বিভিন্ন জায়গা অলরেডি দখল করে ফেলেছে। সেনাবাহিনীর সঙ্গে তাদের বিরোধ চলছে, আমাদের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই।’

রোহিঙ্গা ইস্যুতে যে সমস্যা, সেটা আন্তর্জাতিকভাবে সমাধানের প্রয়াস চলছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের সাথে আমাদের যুদ্ধের কোন কারণও নেই। কারণ আমরা মিয়ানমারের সঙ্গে নয় শুধু কারও সাথে যুদ্ধে জড়াতে চাই না। আলাপ-আলোচনার মাধ্যমে আমাদের কনসার্ন আমরা জানাব। তাদের বক্তব্য শুনবো। যেকোনো সমস্যা আলাপ-আলোচনার মধ্যে সমাধানের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আছে।’

অপর প্রশ্নের জবাবে সরকারের এই সিনিয়র মন্ত্রী বলেন, ‘আমরা নেতিবাচক কথা বলতে চাই না। আমরা ইতিবাচক। আমরা আলাপ-আলোচনাই করবো।’

বিজ্ঞাপন

১০ ফেব্রুয়ারি গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সেখানে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমাদের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা পরিষদ নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন (ময়মনসিংহ ও কুমিল্লা), কিছু পৌরসভারও নির্বাচন আছে; এসব ব্যাপারে নির্দেশনা দেবেন। প্রতীক থাকছে কি থাকছে না; এসব আমাদের ওয়ার্কিং কমিটি একটা সিদ্ধান্ত নিয়েছে। প্রতীকের ব্যাপারে বর্ধিত সভাতেও অপনিয়ন আমরা নেব। সেখানেও যারা উপস্থিত থাকবেন তাদের মতামত নেওয়া হবে।’

এদিকে আজ সকাল থেকে তিন দিনব্যাপী মহিলা সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের বিষয়ে শুরু করেছে আওয়ামী লীগ।
এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন সিডিউল ঘোষণা করবে। তারপর আমাদের প্রক্রিয়া শেষ করা হবে। মনোনয়ন বোর্ড বসে আমাদের প্রার্থিতা চূড়ান্ত করা হবে।’

আওয়ামী লীগ নেতাদের মধ্যে দলের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দফতর সম্পাদক সায়েম খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এমও

জাতিসংঘ মিয়ানমার ইস্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর