Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্র-গুলিসহ আওয়ামী লীগ নেতার ভাগ্নে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৪ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৫

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে সদরে ১টি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ অংকন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া অংকন শহরের কোটগাঁও এলাকার সিরাজুল ইসলামের বড় ছেলে ও মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল কবির মাস্টারের ভাগ্নে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নতুনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দুই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলেও জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক কারবারের তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হলে অস্ত্র ও গুলিসহ অংকনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে এবং দু’টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

অস্ত্র আইনে মামলা দায়ের শেষে অংকনকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

অস্ত্র-গুলি আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর