Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিআরটিসি বাসের ধাক্কায় ভ্যানের ৪ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:১০ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৩

দিনাজপুর: চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী চার্জার ভ্যানের ৪ যাত্রী নিহত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী দ্রুতগতির বিআরটিসি বাস রানীরবন্দর বাজারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জার ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ভ্যানে থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিআরটিসি বাসের ধাক্কায় চার জন পথচারী নিহত হয়েছে। তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।’

সারাবাংলা/এমও

টপ নিউজ বিআরটিসি বাস সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর