Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবেদনের পরও তথ্য না দেওয়ায় রেলের ডিজিকে তথ্য কমিশনে তলব

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৬ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৭

ঢাকা: একজন গণমাধ্যমকর্মী তথ্য অধিকার আইনে আবেদন করার পরও তথ্য না দেওয়ায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসানকে তলব করেছে তথ্য কমিশন। পাশাপাশি রেলওয়ের উপপরিচালক (টিসি) মো. আনসার আলী এবং পরিচালক (টিসি) নাহিদ আহসান খানকেও আগামী ৬ মার্চ কমিশনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিক রাশিদুল হাসানের অভিযোগের ওপর শুনানি নিয়ে তথ্য কমিশন এ নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞাপন

শুনানির সময় এজলাসে প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও তথ্য কমিশনার মাসুদা ভাট্টি উপস্থিত ছিলেন।

শুনানিতে বাদী রাশিদুল হাসান তথ্য কমিশনকে বলেন, তিনি গত বছরের ২২ আগস্ট বাংলাদেশ রেলওয়ে ট্রেনের ইজারা সংক্রান্ত তথ্যের জন্য আবেদন করেও সে তথ্য পাননি। পরে ১৭ অক্টোবর রেলওয়ের মহাপরিচালক বরাবর আপিল করেও তথ্য পাননি। শেষে ১৪ নভেম্বর তথ্য কমিশনে অভিযোগ করেন।

আদালতে অভিযোগ করে রাশিদুল হাসান বলেন, তথ্য কমিশন সমন জারি করে ৫ ফেব্রুয়ারি শুনানির দিন নির্ধারণ করলে সমন পেয়ে রেলওয়ের তথ্য দফতরের কম্পিউটার অপারেটর খসরু পারভেজ ফোন করে ৩১ জানুয়ারি রেলভবনে যেতে বলেন। রেলভবনে যাওয়ার পর আমাকে বলা হয়, আমার চাওয়া তথ্য ঠিকাদারের বিরুদ্ধে যায়। ঠিকাদার আমাকে মিষ্টি খাওয়াতে চান, যার মধ্যস্ততা করে দেওয়ার কথা বলা হয়। কিন্তু তথ্য দেওয়া হয়নি।

অভিযোগ উত্থাপনের পর তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক রেলওয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা ও পরিচালক (পরিবহন, বাণিজ্যক) নাহিদ আহসানের কাছে চান, বাদীর চাওয়া তথ্য প্রদানযোগ্য কি না। জবাবে নাহিদ আহসান জানান, ওই তথ্য প্রদানযোগ্য। আবেদনের ছয় মাসেও তথ্য না দেওয়ায় তিনি ক্ষমাপ্রার্থনা করেন।

বিজ্ঞাপন

আপিলের পরও তথ্য না দেওয়ায় তথ্য কমিশনের আপিল কর্মকর্তা রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান এবং উপপরিচালক (টিসি) আনসার আলীকে অভিযোগে পক্ষভুক্ত করেন। আগামী ৬ মার্স তাদের তথ্য কমিশনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

বাদী রাশিদুল হাসান সারাবাংলাকে বলেন, ‘কমিশন জানতে চেয়েছে, কেন আমাকে ছয় মাসেও তথ্য দেওয়া হয়নি। এর কোনো সন্তোষজনক জবাব তারা কমিশনে পেশ করতে পারেননি। আমি আশা করি, তথ্য পাব।’

এ বিষয়ে জানতে রেলওয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা নাহিদ আহসান খানের মোবাইল নম্বরে কল করলেও তিনি রিসিভ করেননি। রেলওয়ের ডিজি কামরুল আহসান দেশের বাইরে থাকায় তার বক্তব্যও পাওয়া যায়নি।

সারাবাংলা/আরএফ/টিআর

টপ নিউজ তথ্য কমিশন তথ্য কমিশনে তলব বাংলাদেশ রেলওয়ে রেলওয়ের ডিজি