ট্রেনে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিলো পুলিশ
৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ট্রেনে চড়ে হারিয়ে যাওয়া ১১ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে ।
ওই শিশুর নাম ওমর ফারুক। সে পরিবারের সঙ্গে পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় থাকে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক সারাবাংলাকে জানান, শনিবার (৩ ফেব্রুয়ারি) পাহাড়তলী থেকে ট্রেনে করে ওই শিশু চট্টগ্রাম রেল স্টেশনে চলে আসে। ট্রেন থেকে নেমে সে বিআরটিসি ফলমূন্ডি এলাকায় গিয়ে কান্না করতে থাকলে এক ব্যক্তি তাকে থানায় নিয়ে আসে।
পুলিশের এ কর্মকর্তা জানান, সে কোন ট্রেনে বা কোন সময়ে এখানে এসেছে কিছুই বলতে পারছিল না। শুধু বলেছিল সে ট্রেনে এসেছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় চেয়ে পোস্ট করা হয়। এরপর তার পরিবার তাকে শনাক্ত করে। শিশুটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে।
সয়ারাবাংলা/আইসি/একে