Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে বাণিজ্য বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৭ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৯

ঢাকা: বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বাড়াতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থমন্ত্রীর দফতরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠক শেষে একথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন হোয়াইটলি। তিনি বলেন, ‘বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়েও আলোচনা করেছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশে কাজ করছি আমরা। সেসব ক্ষেত্রে বাজেট সহায়তা নিয়েও কথা বলেছি। বাণিজ্য ও ব্যবসায়ের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’

রাষ্ট্রদূত আরও বলেন, ‘বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ২৪ বিলিয়ন ইউরো বিনিয়োগ রয়েছে। বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আমরা খুবই আগ্রহী। সে ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ নিয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই তার পরিকল্পনা জানতে পেরে আমরা বেশ আশাবাদী। কাজেই বাংলাদেশের সহায়তা অংশীদার হিসেবে কাজ করার বিষয়ে আমাদের প্রত্যাশা বেড়েছে।’

২০২৬ সালের পরিকল্পনা নিয়ে কোনো কথা হয়েছে কিনা, সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে হুইটলি বলেন, ‘স্বল্পন্নোত (এলডিসি) দেশ থেকে বাংলাদেশের উত্তরণ সহজ হোক, আমরা সেটিই চাচ্ছি। আমরাও এ বিষয়ে জোর দিচ্ছি। কারণ এটা বাংলাদেশ ও ইউরোপিয় ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই জিএসপি প্লাসে সহজ রূপান্তর চাচ্ছি। এটাই আমাদের সম্পর্কের ক্ষেত্রে বড় ভিত্তি। ২০২৬ সালের প্রক্রিয়ার জন্যই এটা গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইউরোপীয় চেম্বারস অব কমার্সের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে কীভাবে সহায়তা করতে পারি, সেদিকেই আমরা বেশি গুরুত্ব দিয়েছি।

তবে শ্রম অধিকার ও মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

সারাবাংলা/জেআর/এমও

ইউরোপীয় ইউনিয়ন টপ নিউজ বাণিজ্য

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর