২০২৬ বিশ্বকাপ শুরু মেক্সিকো সিটিতে, ফাইনাল নিউজার্সিতে
৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫৩ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৯
ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজন করা হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া আগামী বিশ্বকাপের ভেন্যু ঘোষণা করেছে ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ১১ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে হবে এই আসরের উদ্বোধনী ম্যাচ। ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ফাইনাল।
দল বাড়ায় স্বভাবতই বেড়েছে ২০২৬ বিশ্বকাপের পরিধি। ৬৪ থেকে ম্যাচের সংখ্যা হয়েছে ১০৪টি। ৩৯ দিনের এই বিশ্বকাপে গ্রুপ পর্বে অংশ নেবে ৪৮ দল। পরের রাউন্ডে যাবে ৩২ দল, সেখান থেকেই শুরু হবে নকআউট পর্ব। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন করা ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উঠবে ২০২৬ বিশ্বকাপের পর্দা। এই স্টেডিয়ামে হয়েছিল ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল। এই স্টেডিয়ামেই বিশ্বকাপ উঁচিয়ে ধরেছেন পেলে-ম্যারাডোনা দুজনেই। মোট ১৭টি ম্যাচ আয়োজন করা এই স্টেডিয়ামেই শুরু হবে বিশ্বকাপ। এবারের আসরে মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে।
তিন দেশের মোট ১৬টি ভেন্যুতে হবে বিশ্বকাপ। ৮২ হাজার ৫০০ দর্শকের মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই পর্দা নামবে বিশ্বকাপের। এই স্টেডিয়ামে হবে ৮টি ম্যাচ। সবচেয়ে বেশি ৯টি ম্যাচ পেয়েছে ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়াম। গ্রুপ পর্বের ১০ ম্যাচসহ ১৩ ম্যাচ আয়োজন করবে কানাডার দুই শহর টরেন্টো ও ভ্যানকুবার। মেক্সিকোতে হবে ১৩ ম্যাচ, আয়োজন করবে মেক্সিকো সিটি, গুয়াদালজারা ও মনেটেরি। টুর্নামেন্টের ৭৮ ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের ১১ শহরে।
১১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত চলবে গ্রুপ পর্ব। ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হবে ৩২ দলের রাউন্ড। মেক্সিকোর গুয়াদালাহারা ও যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বাদে বাকি ১৪ ভেন্যুতে হবে এই রাউন্ডের ম্যাচগুলো। লস অ্যাঞ্জেলস ও ডালাসে হবে এই রাউন্ডের দুটি করে ম্যাচ।
শেষ ১৬ এর খেলা হবে ৪ থেকে ৭ জুলাই। কোয়ার্টার ফাইনাল চলবে ৯ থেকে ১১ জুলাই। এই রাউন্ডের চার ম্যাচের ভেন্যু লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মায়ামি ও বোস্টন। ১৪ ও ১৫ জুলাই সেমিফাইনাল হবে ডালাস ও আটলান্টায়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে ১৮ জুলাই মায়ামিতে।
ভেন্যু ঘোষণা করলেও এখনো ম্যাচের সময়সূচি ঘোষণা করেনি ফিফা।
সারাবাংলা/এফএম