বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের আরোহীর
৫ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৩১ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৪ ০২:২৬
বাগেরহাট: বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেলআরোহী প্রাণ হারিয়েছেন। ওই মোটরসাইকেলের চালক এবং আরও এক আরোহী আহত হয়েছেন একই দুর্ঘটনায়।
রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা টোলপ্লাজায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মায়া হালদার (৪৫) বাগেরহাট সদর উপজেলার খাড়াসম্বল এলাকার অসীম হালদারের স্ত্রী।
পুলিশ জানায়, খাড়াসম্বল থেকে মোটরসাইকেলে করে বাগেরহাটের দিকে যাচ্ছিলেন মায়া হালদারসহ তিনজন। টোলপ্লাজা এলাকায় পৌঁছালে মোরেলগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। দুর্ঘটনাস্থলেই মায়া হালদারের মৃত্যু হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, হতাহতদের সবাইকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে। মোটরসাইকেলটি পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটিকে আটকের চেষ্টা চলছে।
সারাবাংলা/টিআর