Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল সীমান্ত থেকে দু’টি দেশি পিস্তলসহ আটক ২

লোকাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৪ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২০

বেনাপোল: বেনাপোল সীমান্ত এলাকা থেকে দু’টি দেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব-৬। আসামিরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের জালাল উদ্দিনের ছেলে রুবেল হোসেন ও একই গ্রামের খোকন ধাবকের ছেলে ইয়াসিন আলী।

যশোর র‍্যাব-৬ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল সীমান্ত এলাকার পুটখালি গ্রামে অস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দু’টি দেশি ওয়ান সুটারগানসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এমও

বেনাপোল সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর