Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনাকে চিঠি— একসঙ্গে কাজ করার আগ্রহ বাইডেনের

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪৭ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:২৭

ঢাকা: বাংলাদেশের অর্থনৈতিক বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে তিনি মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্যও যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীকে লেখা বাইডেনের এই চিঠি রোববার (৪ ফেব্রুয়ারি) ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পৌঁছে দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট বাইডেন চিঠিতে লিখেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্যকে সমর্থন করতে এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের যৌথ ভিশনে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব করতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন- নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন পিটার হাস

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরুর এ সময় আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি ও বৈশ্বিক বিষয়ে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমার প্রশাসনের আন্তরিক ইচ্ছা প্রকাশ করতে চাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট তার চিঠিতে আরও লিখেছেন, স্বাস্থ্য, মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য এবং আরও অনেক ক্ষেত্রে কাজ করার আমাদের একটি দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে এবং আমাদের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন দুদেশের এই সম্পর্কের ভিত্তি।

সারাবাংলা/আইই/টিআর

জো বাইডেন টপ নিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর