Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা প্রিন্টিংয়ের কারখানা বন্ধ পেল ডিএসইর পরিদর্শক দল

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৯

ঢাকা: পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের কারখানা পরিদর্শন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শক দল। তবে ডিএসইর পরিদর্শক দল কারখানা পরিদর্শন করে তা বন্ধ পেয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৪ ফেব্রুয়ারি খুলনা প্রিন্টিংয়ের বর্তমান পরিস্থিতি জানার জন্য ডিএসইর পরিদর্শক দল কারখানা পরিদর্শনে যায়। কারখানা প্রাঙ্গণ ও কোম্পানির বর্তমান অপারেশনাল অবস্থা পরিদর্শন করে তা বন্ধ পায় পরিদর্শক দলটি।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি কোম্পানির কারখানা পরিদর্শন করে ডিএসই। পরিদর্শনকালে কোম্পানিগুলোর কারখানাগুলোর কার্যক্রম ডিএসইর প্রতিনিধি দল বন্ধ পেয়েছে।

কোম্পানিগুলো হলো- রিজেন্ট টেক্সটাইল মিলস, উসমানিয়া গ্লাস শিট, নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার, ফ্যামিলি টেক্স (বিডি), দুলামিয়া কটন স্পিনিং মিলস এবং নর্দান জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

তথ্য মতে, বেশ কয়েকটি কোম্পানি দীর্ঘদিন বিভিন্ন সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালন করছে না। কোনো কোনোটি লভ্যাংশ ঘোষণা করেছে না এবং নির্ধারিত সময়ের মধ্যে তা বিনিয়োগকারীদের বিতরণ করছে না। আবার কোনো কোনো কোম্পানির উৎপাদন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। কোনো কোনো কোম্পানি তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) নিয়মিত করছে না। আবার কোনো কোনো কোম্পানি যথাসময়ে গুরুত্বপূর্ণ তথ্য বিনিয়োগকারীদের জানাচ্ছে না।

এসব কারণে এসব কোম্পানি পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

খুলনা প্রিন্টিং কারখানা ডিএসই

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর