বিজিবির তমব্রু ক্যাম্পে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ১৪ সেনা
৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৫ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৪
ঢাকা: মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে সে দেশের বিদ্রোহীদের যুদ্ধ ক্রমশ তীব্র আকার ধারণ করছে। এই লড়াইয়ে মিয়ানমারের সেনাবাহিনী এরইমধ্যে কোনঠাসা হয়ে পড়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) যুদ্ধ থেকে পালিয়ে মিয়ানমার সেনাবাহিনী ১৪ জন সদস্য বাংলাদেশের আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সেনারা বাংলাদেশে এসে সহযোগিতা চাচ্ছে। বিজিবি ক্যাম্প অবরুদ্ধ করে তাদের অস্ত্র জমা নেওয়া হয়েছে।‘
মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যুদ্ধে জড়াবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তবে সবরকম ভাবে বাংলাদেশ সতর্ক রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ চলছে, বাংলাদেশ আশ্রয় নেওয়া সে দেশের সেনা সদস্যদের ফিরিয়ে নিতে বলা হয়েছে।’
বিজিবি সদস্যদের সবোর্চ্চ সতর্ক রাখা হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/জেআর/এমও