মিয়ানমারের থেকে ছোঁড়া গুলিতে বাংলাদেশি আহত
৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১০
বান্দরবান: মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ইউনিয়নটির তুমব্রু ক্যাম্প পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম প্রবীর চন্দ্র ধর। তিনি তুমব্রু ক্যাম্প পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, কিছুদিন বন্ধ থাকার পর শনিবার থেকে আবারও গোলাগুলি শুরু হয়। এ সময় তুমব্রু সীমান্তে থাকা প্রবীর চন্দ্র গুলিবিদ্ধ হয়ে আহত হন। এদিকে মিয়ানমার থেকে ১৪ সেনাসদস্য বাংলাদেশ সীমান্তের তুমব্রু বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছে বলেও জানায় তারা।
৩ নম্বর ওয়ার্ড মেম্বার মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মিয়ানমারে ছোড়া গুলি এসে প্রবীর চন্দ্র ধরের হাতে লেগেছে বলে জানতে পেরেছি।’
তবে প্রশাসনের কেউ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেনি।
সারাবাংলা/ইআ