Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকা সিরিজে অনিশ্চিত সাকিব

স্পোর্টস ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৬ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৯

চোখের সমস্যা ভোগাচ্ছে সাকিবকে

চোখের অস্বস্তি নিয়ে বিপিএল খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে সিঙ্গাপুর থেকে ফেরার পর মূলত বোলিংয়েই দেখা যাচ্ছে সাকিবকে। পুরোপুরি ফিট না থাকায় ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। এসবের মাঝে রংপুরের ম্যাচ শেষে গতকাল সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। সেখানে সাকিব আভাস দিয়েছেন, চোখের সমস্যায় ঘরের মাটিতে হতে যাওয়া শ্রীলংকা সিরিজে নাও থাকতে পারেন তিনি।

আরও পড়ুন- মার্চে বাংলাদেশ সফরে শ্রীলংকার ম্যাচ কবে, কোথায় 

বিজ্ঞাপন

তিন ফরম্যাটের ক্রিকেট খেলতে আগামী মার্চে বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা। পুরো মাসজুড়েই সিলেট ও চট্টগ্রামে হবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলো। গত কয়েক বছরে দুই দলের লড়াই বাড়তি উত্তাপ ছড়িয়েছে বিভিন্ন ইস্যুতে। বিশ্বকাপে সাকিবের করা টাইমড আউট ও ম্যথিউস বিতর্ক নতুন করে জন্ম দিয়েছে দ্বৈরথের।

আরও পড়ুন- চশমা পরা সাংবাদিকের চেয়েও দৃষ্টিশক্তি ভালো সাকিবের! 

সেই সাকিবই হয়তো থাকছেন না শ্রীলংকা সিরিজে। সাকিব জানালেন, টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত জানাবেন তিনি, ‘এটা সময়ই বলে দেবে। আমরা এখনো বিপিএলে খেলছি। আমি ম্যানেজমেন্টের সাথে আলোচনা করবো। এরপর সিদ্ধান্ত নেব শ্রীলংকা সিরিজে খেলব কিনা।’

সাকিব দলে না থাকায় নিউজিল্যান্ড সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন শান্ত। অধিনায়ক হিসাবে দারুণ পারফর্মও করেছেন তিনি। সাকিব জানালেন, অধিনায়কত্ব নিয়েও সিদ্ধান্ত নেওয়া বাকি তার, ‘এখনো এই ইস্যুতে আমাদের কোনও আলোচনা হয়নি। বোর্ডের সাথে আলোচনার পর আমি অধিনায়কত্বের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

বিজ্ঞাপন

৪ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টির মাধ্যমে মাঠে গড়াবে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ।

সারাবাংলা/এফএম

ক্রিকেট টপ নিউজ বিপিএল ২০২৪ শ্রীলংকা সাকিব

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর