Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ৪৬

আন্তর্জাতিক ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৫২ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৪

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে নিহত হয়েছেন ৪৬ জন। এ ঘটনায় পুড়ে গেছে কমপক্ষে ১১০০ বাড়িঘর। এছাড়া এই দাবানলের কারণে নিখোঁজ হয়েছেন দুই শতাধিক বাসিন্দা।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জানিয়েছেন, দাবানলে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মার মেয়রও বলেছেন, দাবানলে দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

ভয়াবহ এই দাবানলে সারাদেশে ৪৩ হাজার হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মূলত স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে এই দাবানল আরও তীব্র রূপ ধারণ করেছে বলে জানানো হয়েছে। ইতোমধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে।

দাবানলের কারণে কালো ধোঁয়া ভালপারাইসো অঞ্চলের অনেক অংশে ছেয়ে গেছে। মধ্যচিলিতে প্রায় ১০ লাখ মানুষ বাস করে। দাবানলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দাবানল ছড়িয়ে পড়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা হেলিকপ্টার ও ট্রাক ব্যবহার করে আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন।

সারাবাংলা/ইআ

চিলি দাবানল ভয়াবহ দাবানল

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর