চশমা পরা সাংবাদিকের চেয়েও দৃষ্টিশক্তি ভালো সাকিবের!
৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:০৫
গত কয়েক মাসে যত প্রশ্নের মুখোমুখি হয়েছেন, তার সিংহভাগই ছিল চোখ নিয়ে। গতকাল রংপুরের ম্যাচের পর সংবাদ সম্মেলনে হাজির সাকিব আল হাসানকে আবারও সেই একই প্রশ্নেই জর্জরিত করা হয়েছে। চোখের সমস্যা নিয়ে করা প্রশ্নের এক পর্যায়ে সাকিব বলেই বসলেন, চশমা পরা সাংবাদিকদের চেয়ে এখনো তার দৃষ্টিশক্তি ভালো!
বিশ্বকাপের সময় থেকেই চোখের অস্বস্তিতে ভুগছেন সাকিব। দেশ বিদেশে চিকিৎসা নিলেও সমাধান মেলেনি। বিপিএলে ফিরলেও শুধু বোলিংটাই ঠিকঠাক করতে পারছেন সাকিব। অনুমেয়ভাবেই তার চোখের অবস্থা নিয়েই জানতে উৎসুক সবাই। সাকিব অবশ্য চোখ নিয়ে এত প্রশ্নে কিছুটা বিরক্ত, ‘আমি জানি না আমার চোখ কবে ভালো হবে। সারাক্ষণ শুধু আমার চোখ নিয়েই বলছেন সবাই। আপনারা যারা চশমা পরে আছেন, আমি তাদের চেয়েও ভালো দেখি! আমরা চেষ্টা করছি অস্বস্তির কারণটা বের করার। আমি সিঙ্গাপুর এই কারণেই গিয়েছিলাম।’
বিপিএলে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। সাকিব মানছেন, খারাপ সময় ঘিরে ধরেছে তাকে, ‘আমি যত রান করব, ততোই স্বস্তি ফিরবে। রান না পেলে আগের ফর্মে ফেরা সম্ভব না। আমি আমার ক্যারিয়ারে এরকম অবস্থায় আগে কখনো পড়িনি। রংপুরের জন্য আমার খারাপ লাগছে। আমি বুঝতে পারছি যখন সময় খারাপ যায়, তখন সবই খারাপ যায়। ক্রিকেটকে বিদায় বলা নিয়ে আমি একদমই ভাবছি না। আমি ফেরার চেষ্টাতেই আছি।’
সাকিব সুস্থ হয়ে আগের রূপে ফিরে আসুক, বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এমন আশাতেই বুক বেঁধে আছেন।
সারাবাংলা/এফএম