Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালকসহ ৩ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫৬

বগুড়া: কাহালুতে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক ও ২ আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার দরগাহাট বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ভাণ্ডার জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের দোগাছি ছয়ঘরিয়া পাড়ার শরিফুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (২২) এবং সদর উপজেলার কদমতলী গ্রামের এমদাদুল হক মিলনের ছেলে রাকিব হোসেন (১৭) ঘটনাস্থলেই নিহত হন।

বিজ্ঞাপন

অপর একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, মোটরসাইকেলযোগে ৩ যুবক বগুড়া থেকে বগুড়া-নওগাঁ মহাসড়ক দিয়ে দুপচাঁচিয়া উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে বগুড়াগামী একটি ট্রাক মোটরসাইকেলসহ তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা।

সারাবাংলা/এমও

টপ নিউজ ট্রাকচাপা মোটরসাইকেল চালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর