ইজতেমা ময়দানে জায়গা হয়নি, অবস্থান ফুটপাতে
৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১২ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৪
গাজীপুর: গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার (২ ফেব্রুয়ারি) আমবয়ানের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। ইজতেমায় শরিক হতে বিভিন্ন জেলার মুসল্লিরা এসেছেন।
ইজতেমা মাঠে জায়গা না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও কামারপাড়া-স্টেশন রোডসহ ফুটপাতে ছামিয়ানা ও চট বিছিয়ে বসে পড়েছেন মুসল্লিরা। পুরো ইজতেমা ময়দান কানায় কানায় পরিপূর্ণ। প্রথম পর্ব হওয়ায় মুসল্লিদের এতো চাপ বলে মনে করছেন অনেকে।
মুন্সীগঞ্জে থেকে এসেছেন রাকিবুল ইসলাম অনিক। তিনি এসেছেন বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশ নিতে। ভিড়ের কারণে ভেতরে প্রবেশ করতে পারিনি। তাই বাইরে ছামিয়ানা টানিয়ে বসে পড়েন।
সিরাজগঞ্জ থেকে এসেছেন মামুন শিকদার। ভেতরে জায়গা না পেয়ে কামারপাড়া সড়কে অবস্থান নেন তিনি। রাস্তায় দাঁড়িয়েই শুক্রবার নামাজ আদায় করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, ‘বিদেশি মুসল্লিদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার আখেরি মোনাজাত উপলক্ষে বিভিন্ন সড়কে ডাইভারশন দেওয়া হবে।’
প্রসঙ্গত, শুক্রবার শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব (মাওলানা জুবায়ের অনুসারী)। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ পর্বের সমাপ্তি ঘটবে। চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি ইজতেমার ২য় পর্ব (মাওলানা সাদ অনুসারী) শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
সারাবাংলা/একে