ইজতেমায় ৭ মুসল্লির মৃত্যু
৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৬ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১২
গাজীপুর: টঙ্গীর বিশ্ব ইজতেমায় আরও ৩ মুসল্লির মৃত্যু হয়েছে। বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে অসুস্থ হয়ে মারা যান তারা।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়। এ নিয়ে এবারের ইজতেমা ঘিরে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হলো।
নিহত তিন মুসল্লি হলেন, শেরপুর জেলার সদর উপজেলার জুগনিবাগ গ্রামের মৃত শমশের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলা জেলার সামানদার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আব্দুল কাদের (৫৫) এবং নেত্রকোণা জেলার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫)।
এর আগে, বিশ্ব ইজতেমা ময়দানে মারা যাওয়া ৪ মুসল্লি হলেন, নেত্রকোনা জেলার সদর থানার কুমারী বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুস সাত্তার (৭০), নেত্রকোনা জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে এখলাস মিয়া (৬৮), ভোলা জেলার ভোল্লা গ্রামের নজির আহমেদের ছেলে শাহ আলম (৬০), জামালপুর জেলার তুলশীপুর এলাকার পাকুল্লা গ্রামের হজরত আলীর ছেলে মতিউর রহমান (৬০)।
সারাবাংলা/এমও