নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ গুদামে আগুন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৪ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৮
৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৪ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৮
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ নগরীর বরফকল এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে আগুন লেগেছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে এই আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ।
তিনি জানান, নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ ও আদমজী স্টেশনের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
২০১৮ সালের নভেম্বর মাসেও একই স্থানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
সারাবাংলা/একে