নরসিংদী সরকারি কলেজের ছাত্রীনিবাসের মেঝে দেবে গেছে
৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৫ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২৮
নরসিংদী: দেবে গেছে নরসিংদী সরকারি কলেজের ডা. জোহরা বেগম কাজী ছাত্রীনিবাসের মেঝে। শনিবার (০৩ ফেব্রুয়ারি) সকালে নিচতলার রান্নাঘরের মেঝে দেবে যায় বলে জানায় ভবনটির আবাসিক শিক্ষার্থীরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আবাসিক শিক্ষার্থীরা জানান, সকালে চারতলা বিশিষ্ট হলটির নিচতলার দক্ষিণ-পূর্ব কর্নারে থাকা রান্নাঘরের মেঝের কিছু অংশ দেবে যায়। খবর পেয়ে কলেজ কর্তৃপক্ষ এসে দুপুরের মধ্যে শিক্ষার্থীদেরকে পাশে থাকা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হোস্টেলে স্থানান্তর করেন।
ডা. জোহরা বেগম কাজী ছাত্রীনিবাসের হোস্টেল সুপার সন্ধ্যাবালা দাস বলেন, সকালে কোনো এক সময় এই ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদেরকে সরিয়ে নেওয়া হয়েছে৷
নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া বলেন, ভবন কী অবস্থায় আছে তা বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, ১০৮ শয্যা বিশিষ্ট হলটি ২০০৬ সালে উদ্বোধন করা হয়।
সারাবাংলা/এনইউ