টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:২০
২ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:২০
টাঙ্গাইল: টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।
জেলার কালিহাতী উপজেলার আনালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এ এস আই মো. তৈয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন নাটোর জেলার জুনাইল থানার রতন (২৭) ও তার ছেলে সানি (৬)। এ ছাড়া রাজশাহী জেলার বেলপুকুরের শরীফ।
স্থানীয়রা জানান উত্তরবঙ্গের একটি বাস নষ্ট হলে ঘটনাস্থলের কাছে বাসটি দাঁড়িয়ে ছিল। সেই সময় কিছু যাত্রী ট্রেন লাইনের পাশে হাঁটা চলা করছিল। এ সময় ট্রেনটি চলে তারা তিনজন কাটা পড়েন।
টাঙ্গাইল রেল স্টেশন মাস্টার মো. নাজমুল হুদা বকুল জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় দুর্ঘটনা ঘটে। চিলাহাটি ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে তাৎক্ষণিক তিন জন কাটা পড়েন।
তাদের মরদেহ পরিবারের কাছে পৌছে দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান টাঙ্গাইল রেল স্টেশন মাস্টার।
সারাবাংলা/একে