Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে অটোরিকশা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে সিএনজি অটোরিকশা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বায়েজিদ বোস্তামি থানার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চারজন হলেন মো. ইব্রাহিম (২৪), মো. হাসান (২২), মো. শিপন (২৩) ও মো. শাকিল (২৩)।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা সারাবাংলাকে জানান, বুধবার (৩১ জানুয়ারি) রাতে নগরীর পলিটেকনিক মোড় এলাকায় চারজন ব্যক্তি ছিনতাই করার উদ্দেশ্য একটি সিএনজি অটোরিকশায় উঠে। তারা ১০০ টাকা ভাড়ার বিনিময়ে অক্সিজেন পর্যন্ত যেতে অটোরিকশাটি ভাড়া করেছিল।

পরে অটোরিকশাটি পলেটিকনিক মোড়ের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় গেলে একজন নেমে যাবে বলে গাড়িটি থামাতে বলে। এরপর যাত্রীর সিটে বসে থাকা চারজন নেমে অটোরিকশা ড্রাইভারকে অস্ত্রের ভয় দেখিয়ে টেনে হিঁচড়ে নামিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বাংলাবাজার এলাকা থেকে প্রথমে ইব্রাহিম ও হাসানকে গ্রেফতার করে। পরে শিপনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়। এরপর বাংলাবাজার গুলশান টাওয়ারের সামনে থেকে সাকিলকে গ্রেফতার করা হয়।

আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সারাবাংলা/একে

অটোরিকশা চট্টগ্রাম চোর চক্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর