Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবি ছাত্রলীগ সম্পাদকের পদত্যাগ চেয়ে কালো পতাকা মিছিল

জাবি করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৫

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের পদত্যাগ ও ক্যাম্পাস ত্যাগের দাবিতে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করেছে শাখা ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে কালো পতাকা হাতে মিছিল শুরু করেন নেতা-কর্মীরা। মিছিলটি নতুন কলা ভবন এলাকা ঘুরে শহীদ মিনারের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে সাতটি আবাসিক হলের তিন শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুজ্জামান শাকিল বলেন, ‘বিশ্ববিদ্যালয ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমিদখল, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, মাদক ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং নেতা-কর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। গত ২৩ জানুয়ারি আমরা তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি। আমরা মনে করি, কেন্দ্রীয় ছাত্রলীগ যে পবিত্র দায়িত্ব তার ওপর দিয়েছিলেন সে তার জুলুম ও অবহেলার দ্বারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে কলঙ্কিত করেছে।’

ক্যাম্পাস অস্থিতিশীল করতে দুদিন আাগে হল কমিটি দেওয়া হয়েছে অভিযোগ করে নেতাকর্মীরা বলেন, ‘পদ বাঁচাতে সিনিয়র নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় না করে লিটন দুটি হলের হল কমিটি গঠন করেছেন। সেখানে ত্যাগীদের বঞ্চিত করে বিবাহিত, অছাত্র, বহিষ্কৃত এবং ক্যাম্পাসে যাদের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদেরকে নিয়ে তড়িঘড়ি করে হল কমিটি করা হয়েছে। আমরা মনে করি, তিনি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যে এই হল কমিটি গঠন করেছেন। আমরা এসব কার্যক্রমের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং তার পদত্যাগ দাবি করছি ‘

বিজ্ঞাপন

গত ২৩ জানুয়ারি দুপুরে লিটনের বিরুদ্ধে অন্য হলের নেতা-কর্মীদের খোঁজ না রাখা, হল কমিটি না দেওয়া, জমি দখলসহ নানা অভিযোগ তুলে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন ছয় হলের ছাত্রলীগ নেতা-কর্মীরা।

এ ঘটনার পর ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ অভিযোগের বিষয়টি তদন্ত করার জন্য ২৭ জানুয়ারি রাতে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে এবং ১০ দিনের সময় বেঁধে দেয়। তদন্ত চলমান অবস্থায় ৩১ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ও শেখ রাসেল হল ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন ক্যাম্পাস ছাত্রলীগের দুই শীর্ষ নেতা। ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ও তদন্তাধীন অবস্থায় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে সমন্বয় না করে দুই হলের কমিটি ঘোষণা করার প্রতিবাদে এবং লিটনকে ক্যাম্পাসছাড়া করতে একাংশের নেতা-কর্মীরা ওইদিন রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে দেড় ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

তদন্ত কার্যক্রম নিয়ে তদন্ত কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক শিশির গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখনো আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে পারিনি। খুব শিগগিরই তদন্ত কার্যক্রম শুরু করা হবে। তদন্ত রিপোর্ট দফতর সেলে জমা দেওয়া হবে।’

সারাবাংলা/একে

ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টপ নিউজ পতাকা মিছিল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর