Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরাগ তীরে জুমার বৃহৎ নামাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৪

গাজীপুর: মুসলমানের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফরজের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। শুক্রবার ময়দানে লাখো মুসুল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে জুমা’র সবচেয়ে বড় জামাত।

ময়দানের লোক ছাড়াও গাজীপুর তার আশপাশের লাখো মানুষ জুমা’র নামাজে অংশ নিতে ইজতেমা ময়দান ও আশপাশের সড়ক, ভবনের ছাদে অবস্থান নেন।

দুপুর দেড়টার দিকে জুমার জামাতে ইমামতি করেন ইজতেমা আয়োজন কমিটির মুরব্বি বাংলাদেশের মাওলানা যোবায়ের। জুমার নামাজের আগে বয়ান করেন জর্ডানের মাওলানা ওমর খতিব।

এর আগে, শুক্রবার দশটায় তালিম করেন মাওলানা জিয়াউল হক। বাদ জোহর বয়ান করেন জর্ডানের খতিব ওমর, বাদ আসর মাওলানা জুবায়ের ও মাগরিবের নামাজের পর মাওলানা আহম্মেদ লাট বয়ান করবেন।

আলমী শুরা (যোবায়েরপন্থি) ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘জুমার নামাজ শেষ হয়েছে। ধারাবাহিকভাবে বয়ান চলবে। আজও অনেক মুসল্লি ময়দানে আসছেন।’

আগামী ৪ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। মাঝে চার দিন বিরতি দিয়ে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ।

সারাবাংলা/একে

ইজতেমা টপ নিউজ তুরাগ তীর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর