Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পরিষ্কার না হওয়া পর্যন্ত প্যারিস খালে চলবে অভিযান’

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৪৯ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৬

ঢাকা: পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত মিরপুরের প্যারিস খালে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) পূর্বঘোষণা অনুযায়ী মিরপুর প্যারিস খাল পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে মেয়র এ ঘোষণা দেন। এ কাজে যুক্ত হয়েছেন বিডি ক্লিনের ১ হাজার ২০০ স্বেচ্ছাসেবী। এর আগে, সকালে প্যারিস রোড সংলগ্ন মাঠে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার শপথ বাক্য পাঠ করান তিনি।

বিজ্ঞাপন

বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা চারটি দলে ভাগ হয়ে প্যারিস খালের চারটি অংশে ময়লা পরিষ্কার কার্যক্রম শুরু করেন। এ সময় একটি দলের সঙ্গে যুক্ত হয়ে ময়লা পরিষ্কার করতে হাতে গ্লাভস পড়ে খালে নেমে পড়েন ডিএনসিসি মেয়র।

আতিকুল ইসলাম বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী প্যারিস খাল পরিষ্কার শুরু করেছি। এখানে ধাপে ধাপে কাজ করা হবে। প্রথম ধাপে ময়লার ভাগাড়ে পরিণত হওয়া প্যারিস খালে পানির প্রবাহ নিশ্চিত করা হবে। দ্বিতীয় ধাপে খালের ৪০ ফিট জায়গায় উদ্ধারের পরে যে জায়গা থাকবে সেখানে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। পরে আরও দু’পাশে জায়গা পাওয়া গেলে সেখানে একটি নান্দনিক পার্ক তৈরি করব।’

তিনি বলেন, ‘এক সময় মিরপুর প্যারিস খাল দিয়ে লঞ্চ চলত। আর আজ সেই খাল ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লার কারণে এই খালে কোনো পানি নেই। খালের উপর দিয়ে হাটা যায়। এলাকাবাসীর লজ্জা হওয়া দরকার, তারা এই খালটিকে ময়লা ফেলে, দখল করে গলা টিপে হত্যা করেছে। যার কারণে জলাবদ্ধতা হয়। স্বেচ্ছাসেবীরা আজ ছুটির দিনে স্বতস্ফূর্তভাবে খাল পরিষ্কারের জন্য ছুটে এসেছে। অথচ এই ছেলেমেয়েদের আজকে মাঠে খেলাধুলা করা কথা ছিল, বাসায় বিশ্রাম করা কথা ছিল। কিন্তু তারা খেলা, বিশ্রাম বাদ দিয়ে খাল পরিচ্ছন্নতায় অংশ নিয়েছে। এলাকাবাসীকে আহ্বান করছি এর থেকে শিক্ষা নিয়ে খালে ময়লা ফেলা বন্ধ করুন।’

বিজ্ঞাপন

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘এরই মধ্যে খালের জমি মাপা শুরু হয়েছে। খালের জায়গার মধ্যে যে বিল্ডিং পড়বে সেগুলো ভেঙে দেওয়া হবে। খালের জায়গায় কিছু বস্তি আছে। বস্তিবাসীদের এক মাস সময় দেওয়া হয়েছে সরে যাওয়ার জন্য। চাইলে আজকে বুলডোজার দিয়ে সব ভেঙে ফেলতে পারতাম, কিন্তু ভাঙিনি, তাদের সময় দিয়েছি। সময়ের মধ্যে না সরলে উচ্ছেদ অভিযান করা হবে।’

তিনি আরও বলেন, ‘এখানে কিছু কিছু জায়গায় মাদকের বাণিজ্য চলে। এখানে বড় একটি চক্র ও গ্যাং মাদকের কারবার করছে বলে আমার কাছে তথ্য এসেছে। এর বিরুদ্ধেও অভিযান শুরু হয়েছে।’

অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান সম্পত্তি কর্মকর্তা মাহে আলম, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় কাউন্সিলর।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি মিরপুর প্যারিস খাল পরিদর্শনে এসে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছিলেন, ‘ময়লা ও দখলমুক্ত করে মিরপুর প্যারিস খাল আগের রূপে ফেরানো হবে।’

সারাবাংলা/আরএফ/এনএস

টপ নিউজ ডিএসসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশন প্যারিস খাল মেয়র মো. আতিকুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর