হানিফ ফ্লাইওভারের রেলিংয়ে বাইকের ধাক্কা, নিহত ১
২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০০
ঢাকা: রাজধানীর ধোলাইপাড়ে মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাজ হোসাইন শাহিন (২২) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু আমজাদ হোসেন আজিম (২০)।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে শাহীনকে চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
আহত আজিম জানান, রাতে পাঁচটি মোটরসাইকেলে তারা নয়জয় বন্ধু মিলে ঘুরতে বের হন। মুন্সিগঞ্জ শ্রীনগর গিয়েছিলেন তারা। সকালে আবার ঢাকায় ফিরছিলেন। আজিম এবং শাহীন ছিলেন একটি মোটরসাইকেলে। সেটি চালাচ্ছিল শাহিন নিজেই। ধোলাইপাড় দিয়ে হানিফ ফ্লাইওভারে ওঠার পর মোড় ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন শাহীন। ফ্লাইওভারের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলে শাহিনের মুখমণ্ডল থেতলে যায়। আর আজিমের ডান হাত ভেঙে যায়। অন্য বন্ধুরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। আজিম নিজেও মোটরপার্টসের দোকানে কাজ করেন।
নিহত শাহিনের শাশুড়ি রোজিনা আক্তার জানান, তিন বছর আগে তার মেয়ে ফাহমিদা আক্তার রিমিকে বিয়ে করে শাহিন। তাদের ঘরে একটি মেয়ে সন্তান রয়েছে। পরিবার নিয়ে কেরানীগঞ্জের কদমতলা এলাকায় থাকতেন। বংশালে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। সকালে দুর্ঘটনার খবর জানতে পেরে হাসপাতালে আসেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহিন নামে একজনকে মৃত ঘোষণা করেন। শাহিনের লাশটি মর্গে রাখা হয়েছে। আহত আজিম ডান হাতে আঘাত পেয়েছেন। তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এনইউ