ইজতেমায় আরও ১ মুসল্লির মৃত্যু
২ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০১ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩১
গাজীপুর: মহানগরীর টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নিতে এসে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এতে করে ইজতেমার প্রথম ধাপে চারজন মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে ইজতেমা ময়দানে মারা যান তিনি। মৃতের নাম মো. এখলাছ মিয়া (৪০)। তিনি নেত্রকোণা জেলার বুরিজুরি স্বল্ফ দুগিয়া এলাকার বাসিন্দা।
জানা যায়, হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পাড়ে বলে ধারণা করা হচ্ছে।
ইজতেমার প্রথম পর্বে এর আগে আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। গত বুধবার (৩১ জানুয়ারি) দুইজন ও বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) একজন মুসল্লির মৃত্যু হয়। মৃতরা হলেন— ইউনুছ মিয়া (৬০), তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল থানার অরুয়াইল ইউনিয়নের ধামাউরা গ্রামের মৃত বুদু মিয়ার ছেলে; জামাল উদ্দিন (৪০), তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা চৌহদ্দীগ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং আব্দুস সাত্তার (৭০), তিনি শেরপুর জেলার কেন্দুয়া থানার আবুল হোসেনের ছেলে। তারা তিনজনই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে।
সারাবাংলা/টিকে/এনএস