Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের শাহজাদপুরের মাদলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন-শাহজাদপুর উপজেলার খুকনী জুগীপাড়ার বাবলু মিস্ত্রির স্ত্রী শ্রীমতি মিতু বিশ্বাস (৩০) ও তার মেয়ে ইচ্ছা বিশ্বাস (৭)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, সকালে পাবনা থেকে শাহজাদপুর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের মাদলা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী মিতু বিশ্বাস ও তার শিশু কন্যা ইচ্ছা বিশ্বাস নিহত হন। এ সময় চালকসহ আরও চার জন আহত হয়েছেন।

তিনি জানান, খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ নিহত বাস-অটোরিকশা মা-মেয়ে সংঘর্ষ সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর