Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় আলুর ক্ষেত থেকে ৩টি অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৬

নওগাঁ: জেলার সদর উপজেলায় একটি আলুর ক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এ তথ্য জানায়। এর আগে, বুধবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা-শ্যামপুর রাস্তার মাঝের একটি আলু ক্ষেত থেকে শুটারগানগুলো উদ্ধার করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বুধবার রাতে বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাবে-৫’র একটি দল। এসময় গোপনে মাদক ও অস্ত্র সরবরাহ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অজ্ঞাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আলুর ক্ষেতে ৩টি ওয়ান শুটারগান ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে পরিত্যাক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। শুটারগান ৩টি উদ্ধারের পর নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সারাবাংলা/এআরপি/এনএস

আলু ক্ষেত নওগাঁ শুটারগান