নেপালকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ
৩১ জানুয়ারি ২০২৪ ২২:১০ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৩৫
গ্রুপ পর্বে রানার্সআপ হয়ে সুপার সিক্সে ওঠায় বেশ জটিল সমীকরণের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের সেমিতে খেলার স্বপ্ন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে তাই নিজেদের দুই ম্যাচে জয়ের বিকল্প নেই যুবাদের সামনে। জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের ফলাফলের দিকে। এই পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে অনায়াসে হারিয়ে সেমিতে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ। রোহানাত বর্ষণের দুর্দান্ত বোলিংয়ে নেপালকে ৫ উইকেটে হারিয়ে জয় দিয়েই সুপার সিক্স শুরু করলেন রাব্বিরা।
সুপার সিক্সের গ্রুপ-১ এর ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নেপাল। তবে নেপাল অধিনায়কের সিদ্ধান্তটা যে সঠিক ছিল না, সেটার প্রমাণ পাওয়া গিয়েছে ইনিংসজুড়েই। পুরো ইনিংসেই দাপট ছিল বাংলাদেশী বোলারদের। বর্ষণ ও জীবনের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি নেপালের ব্যাটিং লাইনআপ।
১৮ রানের মাথায় প্রথম আঘাত হানেন মারুফ মৃধা। ২৯ রানের মাঝে পড়ে নেপালের আরও দুই উইকেট। এরপর নেপাল অধিনায়ক দেব খানাল ও বিশাল বিক্রম লড়াইয়ের চেষ্টা করেছিলেন। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটার যোগ করেছেন ৬২ রান। এই জুটি বেশি ভয়ংকর হয়ে ওঠার আগেই ৩৫ রান করা দেবকে ফেরান জিশান।
নেপালের ব্যাটিং বিপর্যয়ের সেই শুরু। এরপর এক প্রান্তে শুরু বিশালই লড়ে গেছেন। বর্ষণ ও জীবনের দুর্দান্ত বোলিংয়ে নেপালের মিডল ও লোয়ার মিডল অর্ডারের কেউই বিশালকে সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত ১৬৯ রানে গুটিয়ে যায় নেপাল। বর্ষণ নিয়েছেন ১৯ রানে ৪ উইকেট। জীবন নিয়েছেন ৩৪ রানে ৩ উইকেট।
১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। আশিকুর শিবলি- জিশান আলমের উদ্বোধনী জুটি তুলেছিল ৬৭ রান। এরপর অল্প সময়ের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। ৪৩ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন জিশান।
চাপে পড়া দলকে সামলেছেন আরিফুল। তিনিও আজ বেশ আক্রমণাত্মক ভঙ্গিতেই ব্যাট করেছেন। ৭ চার ও ২ ছক্কায় ৩৮ বলে ৫৯ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন তিনিই। শেষ পর্যন্ত ২৫ ওভার ২ বলেই টার্গেট ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ৫ উইকেট হাতে রেখে জয় পায় তারা।
৩ ফেব্রুয়ারি সুপার সিক্সের নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
সারাবাংলা/এফএম