Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুদকের মামলায় ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৪ ২১:৩৩

চট্টগ্রাম ব্যুরো: গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এক কর্মকর্তাকে ১২ বছর ৩ মাস কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত আসামিকে এক কোটি পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন।

বুধবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ এ রায় দেন বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী জানিয়েছেন।

বিজ্ঞাপন

দণ্ডিত ইফতেখারুল কবির ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চান্দগাঁও শাখার সাবেক ব্যাংকিং প্রায়োরিটি ম্যানেজার।

দুদকের আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী সারাবাংলাকে জানান, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ওআর নিজাম রোড শাখায় ফজিলাতুন্নেসা নামে এক গ্রাহকের ৯০ লাখ টাকার ভুয়া এফডিএ দেখিয়ে আত্মসাৎ করার অভিযোগ ছিল ব্যাংকের সাবেক কর্মকর্তা ইফতেখারুল কবিরের বিরুদ্ধে।

এমন অভিযোগের ভিত্তিতে দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে। ১০ জনের সাক্ষ্য প্রমাণ শেষে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।

সারাবাংলা/আইসি/পিটিএম

কারাদণ্ড টপ নিউজ দুদক মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর