‘টিআইবির প্রতিবেদনে দুর্নীতির সুস্পষ্ট কোনো তথ্য নেই’
৩১ জানুয়ারি ২০২৪ ১৭:৪৩ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ ১৯:২২
ঢাকা: টিআইবির প্রতিবেদনে দুর্নীতির বিষয়ে সুস্পষ্ট কোন তথ্য নেই বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো: মাহবুব হোসেন।
বুধবার (৩১ জানুয়ারি) দুদক কার্যালয়ে সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
দুদক সচিব বলেন, ‘তাদের সবকিছুতেই ধোঁয়াশা। কোথা থেকে কতটুকু নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তা পরিষ্কার না। কোন কোন বিষয়ের উপরে কী কী প্রক্রিয়ায় মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করেছে, সেগুলো সম্পর্কে প্রতিবেদনে সুস্পষ্টভাবে কোনো কিছুর উল্লেখ নেই। সুতরাং, টিআইবির ধারণাসূচকের বিষয়ে দুদকের পক্ষে মন্তব্যের কোনো অবকাশ নেই।’
দুদক টিআইবির প্রতিবেদনকে আমলে নিচ্ছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নে দুদক সচিব বলেন, ‘দুর্নীতি দমন কমিশন টিআইবির প্রতিপক্ষ না। দুদক তার আইন অনুযায়ী কাজ করছে। টিআইবি একটি বেসরকারি প্রতিষ্ঠান। তাদের একটি পারসেপশন প্রকাশ করেছে। সেটি তারা করতেই পারে।’
তিনি জানান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) নীতিমালা অনুযায়ী দুর্নীতি ধারণাসূচক (সিপিআই) প্রণয়ন করা হয় কয়েকটি জরিপের উপর ভিত্তি করে। এই জরিপগুলোতে মূলত ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট খাতের বিশ্লেষকবৃন্দের ধারণার প্রতিফলন ঘটে থাকে। এক্ষেত্রে তারা কী বিবেচনায় নিয়েছে সেটির ব্যাখ্যা নেই।
রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গ হলো নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ (জাতীয় সংসদ)। এদের অধীনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর, অধিদফতর ও সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। এ বিষয়ে সরকার মন্তব্য করতে পারে বলেও জানান দুদক সচিব।
মাহবুব হোসেন বলেন, ‘বাংলাদেশের ক্ষেত্রে ২০২৩ সালের সিপিআই নির্ধারণের জন্য মোট আটটি জরিপ নির্ধারিত হয়েছে। তারা কোন কোন বিষয়ে জরিপ করেছে এর সুস্পষ্ট ব্যাখ্যা নেই।’
উল্লেখ্য, ৩০ জানুয়ারি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) দুর্নীতির ধারণাসূচক (সিপিআই) প্রতিবেদন-২০২৩ প্রকাশ করে।
সারাবাংলা/জিএস/পিটিএম