Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির অভিযোগ খারিজ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

স্টাফ করেসপেন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৪ ১৬:২৩ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ ১৭:৪৯

ঢাকা: বিএনপির অভিযোগ খারিজ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সাজান্ডার মন্টিটস্কি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের নাগরিকদের দ্বারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের একটি অভিযোগ সম্পর্কে সাংবাদিকের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত মন্টিটস্কি এ কথা বলেন।

বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন অ্যালেক্সাজান্ডার মন্টিটস্কি। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছিলেন, বর্তমান সরকার বাংলাদেশের জনগণের নির্বাচিত নয়, বরং বিদেশি শক্তি বিশেষ করে রাশিয়া, চীন ও ভারত দ্বারা প্রতিষ্ঠিত সরকার।

এই অভিযোগ খারিজ করে মন্টিটস্কি বলেন, গত জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্য ৪১ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছিল। রাশিয়া অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি বজায় রেখে চলছে বলেও জানান রুশ রাষ্ট্রদূত।

সারাবাংলা/আইই

টপ নিউজ রাশিয়া রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সাজান্ডার মন্টিটস্কি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর