Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তোশাখানা মামলায় ইমরান-বুশরা বিবির ১৪ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৪ ১৫:০১ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ ১৬:১৮

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দলের জন্য আরও একটি ধাক্কা। এবার আদালত তোশাখানা মামলায় ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন ইমরান খানকে। সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী বুশরা বিবিকেও ১৪ বছরের জেল দিয়েছেন আদালত। বুধবার (৩১ জানুয়ারি) ইসলামাবাদে জবাবদিহি আদালত এই রায় দেন।

গতকাল মঙ্গলবার ইমরান খানকে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের অভিযোগে একটি মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্য একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ইতোমধ্যে ৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন ইমরান খান। পাকিস্তানের সাধারণ নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। এর মধ্যে ইমরান খানের বিরুদ্ধে একের পর এক রায় তার দল পিটিআই-কে বেকায়দায় ফেলছে।

বিজ্ঞাপন

বুধবার তোশাখানা মামলার রায় দেন জবাবদিহি আদালতের বিচারক মুহাম্মদ বশির। তার রায়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১০ বছরের জন্য সরকারি কোনো পদে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এছাড়া ইমরান-বুশরা বিবি দম্পতিকে ১৫০ কোটি রুপি জরিমানা করা হয়েছে।

সারাবাংলা/আইই

ইমরান খান তোশাখানা মামলা বুশরা বিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর